একবিংশ শতাব্দীর চরম উৎকর্ষতার যুগে অমিতাভ সার্বজনীন সাহিত্য-সংস্কৃতিচর্চা ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে সাফল্যের ঝুঁড়ি সমৃদ্ধ করতে সমর্থ হয়েছে, যা নব প্রজন্মের জন্য এক অনন্য দীপশিখা।
অমিতাভ প্রতিবেদন: বাঙালির হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি লালনের মাধ্যমে সুষ্ঠু সংস্কৃতি বিকাশের পথচলায় সাহিত্য-সংস্কৃতিনুরাগীদের মধ্যে অতি সহজেই বিশেষ আনুকূল্য লাভ করে ‘অমিতাভ’। একবিংশ শতাব্দীর চরম উৎকর্ষতার যুগে অমিতাভ সার্বজনীন সাহিত্য-সংস্কৃতিচর্চা ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে সাফল্যের ঝ্্ুঁড়ি সমৃদ্ধ করতে সমর্থ হয়েছে, যা নব প্রজন্মের জন্য এক অনন্য দীপশিখা। ২০০১ সালের ১৭ অক্টোবর আত্মপ্রকাশ করে সমাজ, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘অমিতাভ’। স্বকীয় বৈশিষ্ট্যে বীরদর্পে এগিয়ে চলায় ইতোমধ্যে দুইদশক পার করেছে। পাওয়া-না পাওয়া, চড়াই-উৎড়াই, আশা-নিরাশার দোলাচলে আজ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল দৃষ্টান্ত ‘অমিতাভ’।
গতকাল বুধবার (২৫ জানুয়ারি) নগরের থিয়েটার ইন্স্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত দু’দিনব্যাপী বর্ণাঢ্য অমিতাভ’র দুই দশক পূর্তি উৎসবের ১ম দিনে কথাসাহিত্যিক প্রফেসর ড. হরিশংকর জলদাস এসব কথা বলেন।
অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরীর সভাপতিত্বে উৎসব উদ্বোধনী সভায় চেয়ার্সের বক্তব্য রাখেন অমিতাভ ইন্টারন্যাশনাল কনফারেন্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. দিলীপ বড়ুয়া, কি-নোট স্পীকার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন অমিতাভ দুই দশক পূর্তি উৎসব অভ্যর্থনা পরিষদের আহ্বায়ক সুজিত মুৎসুদ্দী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হৈমন্তী বড়ুয়া ইমু।
উৎসবের প্রথম দিনে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ইন্টারন্যাশনাল কনফারেন্স (অনলাইন ও অফলাইন), সেমিনার, পথিকৃৎ সম্মাননা প্রদান। ইন্টারন্যাশনাল কনফারেন্স পবে অনলাইনে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, হংকং থেকে পেপার প্রেজেন্ট অনুষ্ঠিত হয়। সম্মাননা প্রদান পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পথিকৃৎ সম্মাননায় ভূষিত হন – সুপ্ত ভূষণ বড়ুয়া, রিফাত মোস্তফা টিনা, শতদল বড়ুয়া বিলু, চিন্ময় বড়ুয়া রিন্টু, পীযুষ দস্তিদার, অনুজ কুমার বড়ুয়া, শরণ বড়ুয়া, সুলভ চৌধুরী ও কেমি বড়ুয়া মুক্তা। সর্বশেষ পর্বে ছিল বেতার-টিভি শিল্পীদের অংশগ্রহণে বৈঠকী গানের আসর।
আজ (২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার) উৎসবের ২য় দিনের কর্মসূচিতে রয়েছে ‘উচ্ছ্বাসের আবীরে অমিতাভ’র দুই দশক’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান, অমিতাভ স্মারক সংখ্যা প্রকাশ ও লেখক-কবি-সাহিত্যিক-সংস্কৃতিসেবীদের মিলনমেলা। এছাড়াও উৎসবের প্রতিদিনই থাকছে বেতার-টিভি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।