অমিতাভ সেলিব্রেটিং : আন্তর্জাতিক ভেসাক ডে – ১ম পর্ব একক বুদ্ধ কীর্তন পরিবেশনায় জুসি বড়ুয়া

0
7

‘অমিতাভ’ এর আয়োজনে ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত আন্তর্জাতিক ভেসাক ডে-বুদ্ধ পূর্ণিমা উদ্যাপনের ১ম পর্বে ‘জুসি বড়ুয়ার একক বুদ্ধ কীর্তন পরিবেশনা গত ২৮ মে শুক্রবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্পী জুসি বড়–য়া সরাসরি যুক্ত হোন এবং বেশ কয়েকটি বুদ্ধ কীর্তন তিনি পরিবেশন করেন। এ সময় দর্শকরা শিল্পীকে নানা মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করেন এবং আয়োজক অমিতাভ কে ধন্যবাদ জানান। শিল্পী জুসি বড়–য়া আগামীতে বুদ্ধ কীর্তন নিয়েই কাজ করতে চান এবং হারিয়ে যাওয়া কীর্তনগুলো সংগ্রহ করে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস ব্যক্ত করেন।অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্পী জুসি বড়–য়া সরাসরি যুক্ত হোন এবং বেশ কয়েকটি বুদ্ধ কীর্তন তিনি পরিবেশন করেন। এ সময় দর্শকরা শিল্পীকে নানা মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করেন এবং আয়োজক অমিতাভ কে ধন্যবাদ জানান। শিল্পী জুসি বড়–য়া আগামীতে বুদ্ধ কীর্তন নিয়েই কাজ করতে চান এবং হারিয়ে যাওয়া কীর্তনগুলো সংগ্রহ করে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here