‘অমিতাভ’ এর আয়োজনে ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত আন্তর্জাতিক ভেসাক ডে-বুদ্ধ পূর্ণিমা উদযাপনের ৪র্থ ও সমাপনী পর্বে ‘সমাজ-সদ্ধর্ম, ভাবনার দোলাচল : অনিশ্চিত আগামী’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা গত ১০ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সরাসরি যুক্ত হোন শ্রীলংকাস্থ ইউনিভার্সিটি অব প্যারাদেনিয়ায় পিএইচডি গবেষণারত, দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো, ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়া।
Home সংবাদ প্রতিদিন অমিতাভ সেলিব্রেটিং : আন্তর্জাতিক ভেসাক ডে – সমাপনী পর্ব ‘সমাজ-সদ্ধর্ম, ভাবনার দোলাচল...