সত্যের পথে নিজের জীবন পরিচালিত করার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে গেছেন স্নেহলতা চৌধুরী

0
11
oplus_2

সমগ্র জীবনে তিনি সত্যের পথে নিজের জীবন পরিচালিত করার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে গেছেন। তাই সমাজপ্রগতির স্বার্থে তাঁর জীবনাদর্শ, তাঁর সতত চিন্তা-মনন-প্রতীতিকে বর্তমান প্রজন্মের অনুসরণ করা অপরিহার্য। 

সমাজে কিছু মানুষ আছেন যাঁরা অন্যের হিতকামী হয়ে সর্বদা পরিশুদ্ধ জীবন যাপনে অনুগামী হওয়ার আহ্বান জানান; তেমনি একজন মহিয়সী নারী স্নেহলতা বড়ুয়া চৌধুরী। সমগ্র জীবনে তিনি সত্যের পথে নিজের জীবন পরিচালিত করার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে গেছেন। তাই সমাজপ্রগতির স্বার্থে তাঁর জীবনাদর্শ, তাঁর সতত চিন্তা-মনন-প্রতীতিকে বর্তমান প্রজন্মের অনুসরণ করা অপরিহার্য।

আজ (১০ সেপ্টেম্বর ২০২৩) রবিবার পটিয়ার বেলখাইন গ্রামের চৌধুরী ভবন চত্বরে সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা অমিতাভ সম্পাদক শ্যামল চৌধুরীর মমতাময়ী মাতা, মানবিক নারী প্রগতির অগ্রদূত উপাসিকা স্নেহলতা বড়ুয়া চৌধুরীর প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত আর্য্যকীর্তি মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো। প্রধান ধর্মদেশক ছিলেন ঠেগরপুনি বুড়াগোঁসাই মন্দির ও বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘবোধি মহাথেরো। ভদন্ত বিপর্ষী মহাথেরোর সঞ্চালনায় স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভদন্ত আয়ুপাল মহাথেরো, ভদন্ত লোকানন্দ মহাথেরো, ভদন্ত বোধিপ্রিয় ভিক্ষু, ভদন্ত নিরোদবংশ ভিক্ষু, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ব্যাংকার রাখাল চন্দ্র বড়ুয়া, সমাজসেবী তপন কান্তি বড়ুয়া, সংস্কৃতিসেবী ড. সবুজ বড়ুয়া শুভ, তরুণ সংগঠক ধনঞ্জয় বড়ুয়া রুবেল, কীর্তনশিল্পী জুসি বড়ুয়া প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক রুদ্র কান্তি বড়ুয়া। সবশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অমিতাভ সম্পাদক শ্যামল চৌধুরী। সভায় প্রয়াতের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত স্মৃতি তর্পণ স্মারক এর মোড়ক উন্মোচন করা হয়।

মৈত্রী পরায়ণ-সুশীলা স্নেহলতা বড়ুয়া চৌধুরী (৬৭) দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ১০ সেপ্টেম্বর ২০২২ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র, এক কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

সভায় বক্তারা আরো বলেন, সমাজে স্নেহলতা বড়ুয়া চৌধুরীর মতো নারী ব্যক্তিত্ব খুবই বিরল। শিষ্টাচারের উৎকৃষ্ট উপমা হিসেবে তিনি ছিলেন ছোট-বড় সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধা-স্নেহ পরায়ণ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। মানবিক নারী প্রগতির অগ্রদূত হিসেবে তাঁর বিনয় মাধুর্য, জীবন ও কর্ম আগামী প্রজন্মের কাছে চেতনার দীপশিখা হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here