একজন নিভৃতচারী লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সংগীত সাধনা ও সুরকার হিসেবে অর্জন করেছেন সুখ্যাতি। অদম্য কর্মস্পৃহায় দীর্ঘদিন ধরে তিনি একান্তে নিভৃতে কাজ করে চলেছেন লেখনীর মাধ্যমে।
অমিতাভ প্রতিবেদন: একজন নিভৃতচারী লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সংগীত সাধনা ও সুরকার হিসেবে অর্জন করেছেন সুখ্যাতি। পেশায় বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর অবসর নিয়েছেন। কিন্তু অদম্য কর্মস্পৃহায় একসময়ে সমাজ-সংগঠন নিয়ে সরব থাকলেও দীর্ঘদিন ধরে তিনি একান্তে নিভৃতে কাজ করে চলেছেন লেখনীর মাধ্যমে। যার স্বাক্ষর ইতোমধ্যে তিনি রেখেছেন। আগামীতে আরো দ্যুতি ছড়াবেন সমাজ-সদ্ধর্মের কল্যাণে।
আজ (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় নগরের জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে বহুমুখী প্রতিভার অধিকারী সমীর কান্তি বড়ুয়াকে শুভ জন্মদিনেই অমিতাভ সম্পাদনা পরিষদের প্রধান সম্পাদকের পদে মনোনীত হওয়ায় অভিনন্দিত করা হয়। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি প্রধান সম্পাদক শিক্ষাবিদ সুহৃদ চৌধুরীর মৃত্যুবরণে স্থলাভিষিক্ত হলেন তিনি। এ সময় তাঁর নীরোগ দীর্ঘায়ু কামনা করে সবার মুহুর্মূহু করতালিতে ৭৪ তম জন্মদিনের কেক কাটা হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা �অমিতাভ� এর সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরী, অমিতাভ সম্পাদনা পরিষদের সদস্য নিপুন কান্তি বড়ুয়া, অমিতাভ কালচারাল সোসাইটির সংগঠক সুজিত মুৎসুদ্দী, অধ্যাপক বিকিরণ বড়ুয়া, সঞ্চারী বড়ুয়া সাঁচী, বিজয় চৌধুরী সানিসহ আরো অনেকে।
সমীর কান্তি বড়ুয়া এভাবে সারপ্রাইজ জন্মদিন পালন ও সম্পাদনা পরিষদের প্রধান সম্পাদকের দায়িত্ব অর্পণ করায় অমিতাভ উপদেষ্টা ও সম্পাদনা পরিষদকে কৃতজ্ঞতা জানান। জন্মদিনে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।