একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন এলাকাবাসীর কাছে অত্যন্ত সমাদৃত এবং দেশ-সমাজের প্রভূত কল্যাণে তাঁর ত্যাগময় আদর্শ অনুসরণের মাধ্যমে বর্তমান সমাজ সমৃদ্ধ হতে পারে।
অমিতাভ প্রতিবেদন: শিক্ষার সমৃদ্ধি-প্রসারে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন শিক্ষাবিদ সুহৃদ কান্তি বড়ুয়া চৌধুরী। ছাত্রজীবন থেকেই প্রগতিশীল ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি তিনি সুদীর্ঘকাল আওয়ামী লীগের রাজনীতির সাথে ক্রান্তিকালে নেতৃত্ব দিয়েছেন।
একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন এলাকাবাসীর কাছে অত্যন্ত সমাদৃত এবং দেশ-সমাজের প্রভূত কল্যাণে তাঁর ত্যাগময় আদর্শ অনুসরণের মাধ্যমে বর্তমান সমাজ সমৃদ্ধ হতে পারে।
গতকাল (২৬ জানুয়ারি) শনিবার বিকেলে পটিয়া উপজেলার বেলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা অমিতাভ�র প্রধান সম্পাদক শিক্ষাবিদ সুহৃদ কান্তি বড়ুয়া চৌধুরীর স্মরণ সভায় বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি উজ্জ্বল চৌধুরী চন্দন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম. রাশেদ মনোয়ার ও বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু।
বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন এর আয়োজনে ইউনিয়য়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সজীব এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোরশেদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সদস্য ইকবাল চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য শাহজাহান চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী, বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক এম রাশেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা রিপন বিশ্বাস, মামুনুর রশীদ মামুন, বড়লিয়া কৃষক লীগের সভাপতি ইব্রাহিম রানা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মনসুর মেম্বার, মফিজ মেম্বার, অনুপ বড়ুয়া রুবলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, বখতিয়ার চৌধুরী, ইউপি সদস্য আবদুল মালেক, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন মুন্না, ছাত্রলীগ নেতা রায়হান উদ্দিন প্রমুখ।
সভায় সুহৃদ চৌধুরীর পরিবারের পক্ষে বড় সন্তান অমিতাভ সস্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরী স্মরণ সভা আয়োজক সংগঠন ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন।
সভার শুরুতে প্রয়াতের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় ও প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণ করা হয়।