দেশ-সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন শিক্ষাবিদ সুহৃদ চৌধুরী

0
16

আলোর অভিযাত্রী সুহৃদ চৌধুরীর ত্যাগময় আদর্শ অনুসরণের মাধ্যমে বর্তমান সমাজ সমৃদ্ধতর হতে পারে। তাঁর জীবনের পুরোটা সময় শিক্ষার আলো ছড়িয়েছেন, পশ্চাদপদ জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছেন। তাঁর চিন্তা-চেতনায়, মননের স্ফূরণ ঘটিয়েছেন এবং সেই সাথে সমাজ ও জাতিকেও আলোকিত করেছেন। 

নিজস্ব প্রতিবেদক : দেশের শিক্ষার সমৃদ্ধি-প্রসারে অনবদ্য অবদানের জন্য শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এর মর্যাদালাভ করেছিলেন সুহৃদ চৌধুরী। একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন সমাদৃত। শিক্ষকতা ছাড়াও তিনি নানা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন, তাঁর অদম্য কর্মস্পৃহায় নিজেকে তিনি তুলে ধরেছেন নেতৃত্বের অসীম উচ্চতায়।

দেশ-সমাজ ও জাতির কল্যাণে আলোর অভিযাত্রী সুহৃদ চৌধুরীর ত্যাগময় আদর্শ অনুসরণের মাধ্যমে বর্তমান সমাজ সমৃদ্ধতর হতে পারে। তাঁর জীবনের পুরোটা সময় শিক্ষার আলো ছড়িয়েছেন, পশ্চাদপদ জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছেন। তাঁর চিন্তা-চেতনায়, মননের স্ফূরণ ঘটিয়েছে এবং সেই সাথে সমাজ ও জাতিকেও আলোকিত করেছেন। 

সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা অমিতাভ‘র প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক, পটিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, বিশিষ্ট রাজনীতিক শিক্ষাবিদ সুহৃদ চৌধুরীর স্মরণ সভা গত ৩ ফেব্রুয়ারি বিকেলে নগরের নন্দনকাননস্থ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) গ্যালারিতে অনুষ্ঠিত হয়। 

অমিতাভ-র নব মনোনীত প্রধান সম্পাদক সমীর কান্তি বড়ুয়া-র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএসটিসি-র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এম. রাশেদ মনোয়ার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-র উর্ধ্বতন সহ-সভাপতি দেবপ্রিয় বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির সমাজকল্যাণ সম্পাদক লায়ন টিংকু বড়ুয়া। 

আলোচকবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-চট্টগ্রাম অঞ্চল-র সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (কেন্দ্রিয়)-র প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ শিমুল বড়ুয়া ও গাছবাড়ীয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া।

সঞ্চারী বড়ুয়া সাচীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে স্মৃতিচারণ ও শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন করে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-র সভাপতি ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়া, স্মরণ সভা পরিষদের যুগ্ম আহ্বায়ক সুজিত মুৎসুদ্দী প্রমুখ। 

প্রয়াতের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স্মরণ সভা পরিষদের সচিব নিপুন কান্তি বড়ুয়া। প্রয়াতের জীবনী পাঠ করেন অধ্যাপক বিকিরণ বড়ুয়া। 

এছাড়াও শোকসংগীত পরিবেশন করেন সুস্মিতা তালুকদার মীম। কবিতা পাঠে অংশ নেন নিশীথা চৌধুরী বড়ুয়া নিপা, স্বর্ণা তালুকদার ও দীপান্বিতা চৌধুরী। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন সুমন বড়ুয়া, বিজয় চৌধুরী সানি ও তিলক বড়ুয়া। 

সভায় বক্তারা আরো বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ হিতৈষী, সমাজ সংস্কারক সুহৃদ চৌধুরী। ছাত্রজীবন থেকেই প্রগতিশীল ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘ ১৫ বৎসরাধিক পটিয়াস্থ বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ক্রান্তিকালে নেতৃত্ব দিয়েছেন। নিরন্তর পথচলায় সাহিত্যাঙ্গনেও তাঁর সফল বিচরণ ছিল এবং সুদীর্ঘ দুই দশক ধরে প্রকাশিত সমাজ সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা অমিতাভ-র প্রধান সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, সুহৃদ চৌধুরী গত ৮ জানুয়ারি ২০২৪ বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। পরদিন পটিয়া উপজেলাস্থ বেলখাইন গ্রামের চৌধুরী ভবনে প্রয়াতের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here