সুজাতাকে প্রণাম

0
11

শিশির বড়ুয়া

এক আষাঢ়ী পূর্ণিমা রাতে

সর্ববিধ দুঃখমুক্তির আশাতে

কুমার সিদ্ধার্থ, রাজ সিংহাসন

প্রিয়তমা স্ত্রী, একমাত্র পুত্রধন

করে ত্যাগ, বেছে নিল পথ

নানাবিধ মন্ত্র, জপ

কঠোর তপ

পুরিল না মনোরথ

অবশেষে অনোমার জলে

অবগাহি বোধি বৃক্ষতলে

বসিলেন পূর্ণ ধ্যানাসনে

অয়োময় সংকল্প মনে

তোমাকে বল দেব ভ্রমে

সুজাতার পায়সান্ন আহারে ক্রমে

দেহে মনে শক্তি ফিরে পেলে

মারকে অবহেলে

সিদ্ধার্থ,তুমি হলে বুদ্ধ

আজ জগত শুদ্ধ

পরম শ্রদ্ধাভরে

তোমাকে স্মরণ করে,

কিন্তু সুজাতা আমার প্রণাম

তোমার স্মরণে রাখিলাম।

পরিচিতি: কবি ও প্রাবন্ধিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here