আলোকের ঝর্ণাধারা

0
11

শ্রাবন্তী বড়ুয়া (নীপা)

পূব আকাশে থালার মতো

পূর্ণিমারই চাঁদ ;

জ্যোৎস্না স্নানে ভাসছে ধরা

ভাঙ্গলো আলোর বাঁধ।

তারার সাথে আকাশ পিদিম

করেছে মিতালী;

আলোর স্রোতে ভাসছে বিহার

জ্বলছে দীপাঞ্জলি।

সাধু সাধু রবে হলো

মুখর চারিপাশ;

আলোকেরই ঝর্ণা ধারায়

হাসছে নীলাকাশ ।

বুদ্ধের কেশধাতুর প্রতি

প্রণতি জানাই;

স্বর্গধামের উদ্দশ্যে তাই

ফানুস উড়াই।

এই আলোতে ধুয়ে যাবে

সকল ক্লেশ-কালিমা;

পূর্ণ ইন্দুর স্নিগ্ধ হাস্যে

এলো প্রবারণা পূর্ণিমা।

পরিচিতি: কবি ও সংবাদকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here