দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাধ্যমে যে সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, উপস্থাপক, নির্মাতা, যন্ত্রশিল্পী ও বাচিক শিল্পী হিসেবে সম্পৃক্ত এবং প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত হয়ে কিংবা স্বীকৃতিলাভ করে চর্চা করে চলেছেন তাঁরাই এই পরিষদের সদস্য হতে পারবেন।
চট্টগ্রাম : বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধ শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক বিকাশ ঘটানোর মাধ্যমে সামাজিক ঐক্য-সম্প্রীতি-সৌহার্দের বাতাবরণ সৃষ্টির লক্ষ্যে আত্মপ্রকাশ হলো বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদ।
গত (২২ জুন) শনিবার সন্ধ্যা ৭টায় নগরের জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন হলে বিশিষ্ট সংগীতশিল্পী বিপুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অমিতাভ সম্পাদক, গীতিকার ও উপস্থাপক শ্যামল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাট্যকর্মী অধ্যাপক বিকিরণ বড়ুয়া, নাট্যকর্মী সঞ্চিতা বড়ুয়া, সংগীতশিল্পী আলপনা বড়ুয়া, বাচিকশিল্পী সঞ্চিতা তালুকদার, সংগীতশিল্পী অর্পিতা বড়ুয়া, সংগীতশিল্পী সুরঞ্জন মুৎসুদ্দী, নাট্যকর্মী রিপন কুমার বড়ুয়া, সংগীতশিল্পী জুয়েল বড়ুয়া, বাচিকশিল্পী সেঁজুতি বড়ুয়া, নৃত্যশিল্পী তন্ময় বড়ুয়া প্রমুখ।
এছাড়াও ঢাকা থেকে অনলাইনে যুক্ত হন বিশিষ্ট অভিনয়শিল্পী অশোক বড়ুয়া, অভিনয়শিল্পী-নাট্যকর্মী শতদল বড়ুয়া বিলু, সংগীতশিল্পী সুদর্শনপ্রিয় বড়ুয়া, টিভি অনুষ্ঠান প্রযোজক-উপস্থাপক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, মূলত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাধ্যমে যে সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, অভিনয়শিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, উপস্থাপক, নির্মাতা, যন্ত্রশিল্পী ও বাচিক শিল্পী হিসেবে সম্পৃক্ত এবং প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত হয়ে কিংবা স্বীকৃতিলাভ করে চর্চা করে চলেছেন তাঁরাই এই পরিষদের সদস্য হতে পারবেন।
সভায় সর্বসম্মতিক্রমে পরিষদের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন ও একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সংগীতশিল্পী বিপুল কান্তি বড়ুয়াকে আহবায়ক, নাট্যকর্মী সঞ্চিতা বড়ুয়া, টিভি প্রযোজক-উপস্থাপক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, সংগীতশিল্পী পরমেশ বড়ুয়াকে যুগ্ম আহবায়ক, গীতিকার-উপস্থাপক শ্যামল চৌধুরীকে সদস্য সচিব, সংগীতশিল্পী-সংগীত পরিচালক সুরঞ্জন মুৎসুদ্দী ও বাচিকশিল্পী-উপস্থাপক সেঁজুতি বড়ুয়াকে যুগ্ম সচিব নির্বাচিত করা হয়।
এছাড়াও সদস্যদের মধ্যে রয়েছেন নাট্যজন সুমন বড়ুয়া টিংকু, নাট্যকর্মী অধ্যাপক বিকিরণ বড়ুয়া, সংগীতশিল্পী অর্পিতা বড়ুয়া, সংগীতশিল্পী পূরবী বড়ুয়া, বাচিকশিল্পী সঞ্চিতা তালুকদার, সংগীতশিল্পী আলপনা বড়ুয়া, নাট্যকর্মী রিপন কুমার বড়ুয়া, নাট্যকর্মী সীমান্ত বড়ুয়া, বাচিকশিল্পী নিশীতা চৌধুরী বড়ুয়া নিপা, সংগীতশিল্পী জুয়েল বড়ুয়া, সংগীতশিল্পী শতাব্দী বড়ুয়া, নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়া, সংগীতশিল্পী প্রত্যুষা বড়ুয়া ও নৃত্যশিল্পী তন্ময় বড়ুয়া।