একবিংশ শতাব্দীর চরম উৎকর্ষতার যুগে, কালোত্তীর্ণ সময়ের বিবর্তনে সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘অমিতাভ’ প্রকাশনার ২০তম বর্ষে পদার্পণ করেছে।
২০০১ সালের ১৭ অক্টোবর আত্মপ্রকাশ করে নিরবচ্ছিন্ন পথচলায় অমিতাভ তার স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল এর দৃষ্টান্ত অটুট রেখেছে একথা নিদ্বির্ধায় বলা যায়। সর্বদা দৃঢ় প্রচেষ্টা থাকে পাঠকদের কাছে একটা সমৃদ্ধ প্রকাশনা উপহার দেয়ার। সুকঠিন এ যাত্রায় নানা প্রতিকূলতা ও চড়াই-উৎরাই পেরিয়ে ২০ বছর অতিক্রম করতে চলেছে অমিতাভ।
২০২০ সালের ১৭ অক্টোবর ছিল ‘অমিতাভ’ প্রকাশনার ২০ বছরে পদার্পণের শুভক্ষণ। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ সময়ে বৈশ্বিক মহামারী করোনার ভয়াবহতার চিত্র আমাদেরকে হতাশ করেছিল। ফলশ্রুতিতে ২০২০ সালে কোন সংখ্যা আমরা প্রকাশ করতে পারিনি। তবে আমাদের বিকল্প পথচলায় যুক্ত হয় আধুনিক তথ্যপ্রযুক্তি। যে কারণে বেশিদিন আমাদের মুখ থুবড়ে পড়ে থাকতে হয়নি। যে প্রযুক্তির চর্চা হয়তো আরো কয়েক বছর পরে হওয়ার কথা, তা অনেকটা আগেভাগেই আমাদের বিকল্প জীবনচর্চার অংশ করতে পেরেছি। বিশ্বসমাদৃত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভার্চুয়াল লাইভ অনুষ্ঠান আয়োজনে ‘অমিতাভ’ এর ফেসবুক পেজ থেকে প্রথম অনুষ্ঠান শুরু করি ২০২০ সালের ১৩ জুন। ধর্ম-দর্শন ও সমাজভাবনামূলক টক-শো ছাড়াও শিশু-কিশোরদের প্রতিভার বিকাশে ও প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে নানা সাংস্কৃতিক আয়োজনে সরাসরি দর্শকদের সাথে সংযুক্ত থাকি। এ পর্যন্ত ৩২টি লাইভ অনুষ্ঠান সম্প্রচার করে দর্শক-শ্রোতাদের বিনোদনের ঘাটতি কিছুটা হলেও আমরা পূরণ করতে সমর্থ হই। উল্লেখ্য ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আমরা ৪টি পর্বে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদ্যাপন করি। যা আমাদের প্রদীপ্ত প্রত্যয়ে আরো একধাপ এগিয়ে যাওয়ার অন্যতম প্রেরণার অংশ হয়ে থাকবে।
এ কথা অনস্বীকার্য যে, আধুনিক তথ্যপ্রযুক্তির বদৌলতে সোশ্যাল মিডিয়ায় পদচারণায় অনেক শুভাকাক্সক্ষী আমাদের অনুপ্রাণিত করেছেন। অনেক লেখক-বুদ্ধিজীবি-সাংগঠনিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীসমাজ যুক্ত হয়ে আমাদেরকে ঋদ্ধ করেছেন। সবিশেষ কৃতজ্ঞতা জানাই তাঁদের সবার প্রতি। আমাদের চেষ্টা ছিল নির্মল বিনোদনের পাশাপাশি সমাজের বিদ্যমান সমস্যা-সম্ভাবনাকে চিহ্নিত করে তা আলোচনার মাধ্যমে সমাধান-বিকাশে আলোর পথের সন্ধান দেয়ার।
বিগত সময়ে প্রগতিশীল সমাজ বিনির্মাণের যুগোপযোগী আয়োজনে, স্বপ্ন বাস্তবায়নে সাফল্যের ঝুঁড়ি সমৃদ্ধ করতে সক্ষম হয়েছি আমরা। বলাবাহুল্য, দিনে দিনে আমাদের প্রতিদ্বন্দ্বী, অনুগামীর সংখ্যা যেমন ক্রমশ বাড়ছে, তেমনি আরও নতুন নতুন চ্যালেঞ্জ হাতছানি দিচ্ছে। আর তাই, সামনের চ্যালেঞ্জটা এখন নিজেদের সফলতাকে ছাড়িয়ে যাওয়ার, আরও নতুন নতুন মাইলফলক তৈরি করার। সে লক্ষ্যেই আমরা এগুচ্ছি এবং প্রবল আশাবাদী যে, শীঘ্রই প্রযুক্তিপ্রেমী পাঠকের কাছে নিজেদের করে তুলবো আরও বেশি অপরিহার্য। বিশ্বাস ও গর্ববোধ করি, এখনো দীপ্তময়ী যৌবনের স্রোতধারায় স্নাত ও অবিচল আমরা অমিতাভ পরিবার।
আজ ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ লগনে আমাদের অগণিত লেখক, পাঠক, গ্রাহক, সমালোচক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই অহর্নিশ কৃতজ্ঞতা-শ্রদ্ধা-শুভেচ্ছা।