অমিতাভ প্রতিবেদন : সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘অমিতাভ’ আত্মপ্রকাশ করে ২০০১ সালের ১৭ অক্টোবর। সময়ের বিবর্তনে নানা প্রতিকূলতা ও চড়াই-উৎরাই পেরিয়ে গত ২০২০ সালের ১৭ অক্টোবর প্রকাশনাটি প্রতিষ্ঠার ২০ বছরে পদার্পণ করে অমিতাভ।
ক্লান্তিহীন পথচলায় ‘অমিতাভ’ আজ পাঠকনন্দিত এবং স্বকীয়তায় সর্বদা অনন্য দৃষ্টান্ত অটুট রেখেছে একথা নিদ্বির্ধায় বলা যায়। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ সময়ে বৈশ্বিক মহামারী করোনার ভয়াবহতার চিত্র আমাদেরকে হতাশ করেছিল। ফলে ২০২০ সালে কোন সংখ্যা আমরা প্রকাশ করতে পারিনি। তবে আমাদের পথচলায় যুক্ত হয় আধুনিক তথ্যপ্রযুক্তি। তাই পাঠকদের কাছে থাকতেই ‘অমিতাভ’ এর ফেসবুক পেজ থেকে সম্প্রচারের মাধ্যমে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের উদ্যোগ নেয়া হয়। মোট ৪টি পর্বের প্রতিদিনই ছিল ভার্চুয়াল আলোচনা ও সংগীতায়োজন। উল্লেখ্য আয়োজনের প্রতি পর্বেই বিভিন্ন শুভানুধ্যায়ী ও সংগঠনের নেতৃবৃন্দের ভিডিও শুভেচ্ছাবার্তা প্রদর্শন করা হয়। অনেক দর্শক কমেন্ট বক্সে এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।
ভার্চুয়াল আলোচনায় অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, দীর্ঘ ২০ বছর নিরবচ্ছিন্নভাবে প্রকাশনা বের করা বিরল নজীর। অমিতাভ শুধু লেখক সৃষ্টি করেনি পাশাপাশি প্রতিভাবানদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছে। নানা সম্ভাবনা ও অসঙ্গতির কথা বলা ছাড়াও সর্বজনীন সাহিত্যাঙ্গনে ঈর্ষনীয় স্বাক্ষর রেখে চলেছে এবং প্রগতিশীল সমাজ বিনির্মাণ এ প্রকাশনার ভূমিকা অপরিসীম। তাই প্রগতিশীল সমাজ-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে অমিতাভ এর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
পথ চলার প্রাণিত উচ্ছ্বাসে : সুধী সম্মিলন
সমাজ সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা ’অমিতাভ‘ এর আয়োজনে ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হয় ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন এর ১ম আবর্তন- পথ চলার প্রাণিত উচ্ছ্বাসে : সুধী সম্মিলন।
গত ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার রাত ৮টায় এক ভার্চুয়াল আলোচনা অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সরাসরি যুক্ত হোন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চবি পালি ও সংস্কৃত বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বডড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের কার্যকরী সভাপতি অশোক বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি সিদ্ধার্থ বড়ুয়া ও লতিফা-সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ, সাহিত্যিক-গবেষক শিমুল বড়ুয়া। সংগীতায়োজন পর্বে অনলাইনে যুক্ত হয়ে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে শিল্পী অশ্রু বড়ুয়া ও শিল্পী অজন্তা বড়ুয়া এবং চট্টগ্রাম থেকে শিল্পী সৃষ্টি বড়ুয়া রিয়া। একটানা ৩ ঘন্টা ৫ মিনিট পর্যন্ত চলা পুরো অনুষ্ঠানটি অনেক দর্শক উপভোগ করেন এবং নানা প্রশ্ন ছাড়াও উৎসাহমূলক মন্তব্য করেন।
ভার্চুয়াল গ্র্যান্ড কনসার্ট:
সমাজ সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা ’অমিতাভ‘ এর আয়োজনে ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হয় ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন এর ৪র্থ আবর্তন অর্থাৎ সমাপনী পর্বে ছিল ’গ্র্যান্ড কনসার্ট‘ অনুষ্ঠিত হয় গত ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার রাত সাড়ে ৮টায়। শ্যামল চৌধুরী ও হৈমন্তী বড়ুয়া ইমুর সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল কনসার্টে অনলাইনে যুক্ত হয়ে সংগীত পরিবেশন করেন শিল্পী সুদর্শন বড়ুয়া (ঢাকা), অশ্রু বড়ুয়া (ঢাকা), অজন্তা বড়ুয়া (ঢাকা), প্রিয়তী বড়ুয়া (চট্টগ্রাম)। আবৃত্তিশিল্পীর মধ্যে যুক্ত হন জয়শ্রী বড়ুয়া (ঢাকা) এবং নৃত্য পরিবেশনায় যুক্ত হন শিল্পী অদিতী বড়ুয়া।
অনুষ্ঠানটি একটানা ২ ঘন্টা ২৫ মিনিট পর্যন্ত চলে এবং এ সময় অনেক দর্শক কমেন্ট বক্সে লিখে আবেগ অনুভূতির কথা প্রকাশ করেন। ব্যতিক্রমী এ কনসার্টে সবার পরিবেশনা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এবং দর্শকদের কমেন্টে শিল্পীরা ভূয়সী প্রশংসা অর্জন করেন।