শরনংকর বড়ুয়া
কত কথা কত গান, বাতাসে ভাসছে,
কত ঘটনা, কত পরিবর্তন, পৃথিবীতে ঘটছে।
কত মানুষ জন্ম নেয়, কত মৃত্যু ঘটে,
সব কিছু নিয়ে আজ হয়েছে ভারী বটে।
জীবনে সব সুখে দুঃখ লিখি সাদা পাতায়,
কত স্মৃতি, মিছে তর্ক কে রাখে মাথায়।
কেন ভৎর্সনা, কেন অপমান, কেন আঁখিজল,
নাই শান্তি, নাই তৃপ্তি, রাগ-অভিমান, কত কোলহল।
যত প্রেম, স্বস্তি নাই, বৃথা ক্ষোভ, শুধু অরাজকতা।
খুনের মহোৎসব রাজপথে নিরীহ মানুষ দিশেহারা,
আনন্দ খেলায় মাতিতে চায় না অসহায় স্বজনহারা।
সবখানেতে নির্দয় নিষ্টুর, তীব্র হিংসা ফেলি নিঃশ্বাস,
নিত্যদিন বোমার আঘাত ছড়িয়েছে ভারী বাতাস।
দৈনিক পত্রিকায়, খবরে, মৃত্যুর সারি লাশ,
ঘাত-প্রতিঘাতের মাঝেও কর্তব্যভারে বাঁচিবার দীর্ঘশ্বাস।
মনের ভিতর আতংক ধরেছে- রাত জেগে থাকি,
জীবন যুদ্ধে হার মেনেছি তবুও রঙিন স্বপ্ন আঁকি।
হিংসা বিদ্বেষ রুদ্ররোষে, ধ্বংসের মুখে মানবজাতি,
অজ্ঞানতার অন্ধকারে ঢাকিছে বিবেক,
নিভেছে আলোরবাতি।
পরিচিতি: উন্নয়ন কর্মকর্তা