অপেক্ষা বড়ুয়া রিকি
অধর্মের অন্ধকার নির্মূল করে,
জগতে তুমি জ্বালালে আলো।
সেই আলোয় আলোকিত হয়ে,
নির্বাণ এর দিশা মানুষ পেলো…
জীবন-মৃত্যুকে জয় করার
পথ দেখালে প্রভু,
তোমার দেখানো পথে
পথভ্রষ্ট যেন না হই কভু…
দেবদত্ত’র তুমি চেতনা জাগালে,
অঙ্গুলিমাল’কে সুপথে ফেরালে,
আর্য অষ্টাঙ্গিক মার্গের ছায়াতলে,
দুঃখ বিনাশ এর উপায় জানালে।
মুক্ত করতে কলুষিত সমাজ,
আবার না হয় এসো ধরায়,
মুক্তির পথ ফের দেখিয়ে,
নিয়ে চলো নির্বাণের শীতল ছায়ায়।
পরিচিতি: সংগীতশিল্পী ও নাট্যকর্মী।