কমলা হ্যারিসের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান

0
34

চলতি বছরের নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন কমলা হ্যারিস। নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের ভোটের প্রচারণার কাজে ৩০ মিনিটের ভিডিও রেকর্ড করেছেন ভারতের অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান।

বিশ্ব সংস্কৃতি ডেস্ক: আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের ভোটের প্রচারণার কাজে ৩০ মিনিটের ভিডিও রেকর্ড করেছেন ভারতের অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান।

রবিবার (১৩ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে এ আয়োজন প্রচারিত হবে। এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আগামী রবিবার রাতে ইউটিউব চ্যানেল এশিয়ান?আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স- এ এই আয়োজন প্রচার করা হবে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, এই আয়োজনে এ আর রাহমানের কিছু জনপ্রিয় গান। সঙ্গে কমলার নির্বাচনী ইশতেহার প্রকাশ ও তার প্রতিশ্রুতি নিয়ে বার্তা দেওয়া হবে।

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস চেয়ারম্যান। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন তিনি। ধারণা করা যাচ্ছে, এ আর রহমানের এই মিউজিক ভিডিওর মাধ্যমে নির্বাচনের আগে হ্যারিসের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিবে।

এ নিয়ে সংস্থাটির চেয়ারপারসন শেকার নারাসিমান বলেন, ?এই সঙ্গীত আয়োজন অনেক বড় কিছু। এটি আমাদের সম্প্রদায়কে এক করবে, এবং ভবিষ্যতে যা কিছুর ওপর প্রত্যাশা রয়েছে তা বিবেচনা করে জনগণ ভোট দেবে।? 

বাংলাদেশ, অক্টোবর ১২, ২০২৪, শনিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here