বাঙালির সূর্যসন্তান দার্শনিক অতীশ দীপংকর শ্রীজ্ঞান, সংঘরাজ সারমেধ মহাথের, মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের, পন্ডিত জ্যোতিপাল মহাথেরদের মতো মনীষিরা ছিল বাঙালি তথা বৌদ্ধ জাতির আলোর বাতিঘর। তাদেরই উত্তরাধিকার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের সংগঠনের আদর্শের প্রতীক। আলোকিত প্রজন্ম তৈরিতে তারুণ্যের প্রতিভা বিকাশের অভিপ্রায়ে বাবৌকৃপ্রস যুব এর আত্মপ্রকাশ ঘটে ১৯৭৮ সালের ৪ এপ্রিল। কালের পরিক্রমায় আজো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব সমাজ-সংস্কৃতি অঙ্গনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
অমিতাভ প্রতিবেদন :
বাঙালি জাতির ইতিহাসের সাথে বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস নিবিড় সম্পর্কযুক্ত। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ প্রতিটি সংগ্রামে বৌদ্ধদের অংশগ্রহণ ছিল। বাঙালির সূর্যসন্তান দার্শনিক অতীশ দীপংকর শ্রীজ্ঞান, সংঘরাজ সারমেধ মহাথের, মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের, পন্ডিত জ্যোতিপাল মহাথেরদের মতো মনীষিরা ছিল বাঙালি তথা বৌদ্ধ জাতির আলোর বাতিঘর। তাদেরই উত্তরাধিকার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের সংগঠনের আদর্শের প্রতীক। আলোকিত প্রজন্ম তৈরিতে তারুণ্যের প্রতিভা বিকাশের অভিপ্রায়ে বাবৌকৃপ্রস যুব এর আত্মপ্রকাশ ঘটে ১৯৭৮ সালের ৪ এপ্রিল। কালের পরিক্রমায় আজো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব সমাজ-সংস্কৃতি অঙ্গনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। বক্তারা বর্তমান বিশ্বে অশান্ত পরিস্থিতির মুক্তি কামনা করেন এবং মৈত্রী-সম্প্রীতির বন্ধনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গত ৪ অক্টোবর, শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জস্থ আনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
বাবৌকৃপ্র সংঘ যুবর নব নির্বাচিত সভাপতি ব্রম্মান্ড প্রতাপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (কেন্দ্রিয়) এর সভাপতি, বিশ্ববৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ এর সহ-সভাপতি, ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অবসরপ্রাপ্ত ডিআইজি পি, আর. বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন বাবৌকৃপ্র সংঘর উর্ধ্বতন সহ-সভাপতি দেবপ্রিয় বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাবৌকৃপ্র সংঘ যুবর সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী। সূচনা বক্তব্য রাখেন ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক শ্যামল চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন সংঘের কেন্দ্রিয় সহ-সভাপতি লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী এমজেএফ, যুগ্ম মহাসচিব প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ অনুপম বড়ুয়া, সাংগঠনিক সচিব স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, প্রচার সচিব ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া, সংঘের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া ও মহিলা শাখার সভাপতি লায়ন কেমি বড়ুয়া মুক্তা।
সংবর্ধিত অতিথিদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন বাবৌকৃপ্রস যুব?র সাবেক সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, বিনয় ভূষণ বড়ুয়া, নেভী বড়ুয়া, শুভাশীষ বড়ুয়া সিন্টু প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন পরিষদের সমন্বয়কারী কুনাল চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদ্বোধন করেন। সিজার বড়ুয়া ও পুস্পা সর্ববিদ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন ভদন্ত রতনানন্দ থেরো এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ও ইংরেজি সংবাদ উপস্থাপক প্রত্যুষা বড়ুয়া।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ শেষে উত্তরীয় ও অভিনন্দন ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানের অতিথি বরণ পর্বে ক্রেস্ট অর্পণ করেন শুভাশীষ বড়ুয়া সিন্টু, লায়ন ছোটন বড়ুয়া, সুমন বড়ুয়া আবু, কুনাল চৌধুরী ও অভিষেক চৌধুরী। পুস্পস্তবক অর্পণ করেন মিন্টু বড়ুয়া, উপদেশ বড়ুয়া, স্থপতি রাজীব বড়ুয়া চয়ন, সুমন বড়ুয়া প্রয়াস, বাপ্পী কুমার বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুপম বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, বনরূপ বড়ুয়া অমি, জুয়েল বড়ুয়া মিশুক, অনুকর বড়ুয়া, সৌমেন বড়ুয়া, সুসেন বড়ুয়া ছোটন, সুপায়ন বড়ুয়া, রূপক বড়ুয়া, সজীব বড়ুয়া, বিকাশ বড়ুয়া, শিক্ষক তিলক বড়ুয়া, অনীক চৌধুরী ও তন্ময় বড়ুয়া।
অনুষ্ঠানের এক পর্যায়ে রাজীব বড়ুয়ার সম্পাদনায় সংগঠনের বার্ষিক মুখপত্র -অতিগ এর বিশেষ স্মারক সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। আয়োজনের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী তনু চৌধুরী, প্রিয়াংকা বড়ুয়া ও নিশা চক্রবর্তী। এতে কী-বোর্ডে ছিলেন সনজয় চৌধুরী, অক্টোপ্যাডে পীযুষ সেন, তবলায় সংকলন বড়ুয়া, লীড গীটারে সেতু সাঙমা এবং বেস গীটারে অঞ্জন রায়।
সমগ্র আয়োজনে নান্দনিকতার ছাপ পরিলক্ষিত হয়, এতে করে আয়োজন সংশ্লিষ্ট সকলের মেধা ও শ্রমের সার্থক রূপায়ন হয়েছে বলা যায়।
চট্টগ্রাম, অক্টোবর ০৫, ২০২৪, শনিবার