অমিতাভ-রঞ্জন প্রকাশন এর সাহিত্য আড্ডা

0
4

সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘মাসিক অমিতাভ’ ও সৃজনশীল প্রকাশনী সংস্থা ‘রঞ্জন প্রকাশন’ এর যৌথ আয়োজনে কবি-লেখক-সংস্কৃতিকর্মী-সাহিত্যপ্রেমীদের নিয়ে এক সাহিত্য আড্ডা গতকাল (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের মোমিন রোডস্থ রঞ্জন’স অ্যাড হলে অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া।

অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরীর সঞ্চালনায় আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন রঞ্জন প্রকাশন এর স্বত্বাধিকারী রঞ্জন বড়ুয়া।
আড্ডায় অতিথির সাথে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, অধ্যক্ষ আবু তৈয়ব, লেখক-প্রাবন্ধিক পুলক পাল, অধ্যাপক বিপ্লব বসু, সাহিত্যপ্রেমী নূরুল কবির, লেখক ড. সবুজ বড়ুয়া শুভ, সংস্কৃতিকর্মী বিকাশ কান্তি বড়ুয়া, সংগঠক প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, সাহিত্যপ্রেমী অনুমিত বড়ুয়া, চবি শিক্ষার্থী জনি বড়ুয়া প্রমুখ।

আড্ডায় আমন্ত্রিত অতিথি বলেন, চট্টগ্রামের বিভিন্ন স্থানে এখনো অনাবিষ্কৃৃত প্রত্নসম্পদ রয়েছে, যা এতদ্ঞ্চলের কৃষ্টি-সংস্কৃতির অন্যতম ধারক হিসেবে বিবেচিত হতে পারে। দুঃখের বিষয় হচ্ছে, হাজার বছরের চট্টগ্রাম বলা হলেও এখনো ঐতিহ্য-ইতিহাস অনুসন্ধানে পিছিয়ে রয়েছে। তাই চট্টগ্রামের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে সরকারের উদ্যোগ গ্রহণের অপরিহার্যতা সময়ের দাবী বলে মত প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here