ঢাকাই চলচ্চিত্রের নজরকাড়া গ্ল্যামারকন্যা পরীমনি। চলচ্চিত্রে পা রাখার পর থেকেই অভিনয়, গ্ল্যামারসহ বিভিন্ন কারণে আলোচিত এ অভিনেত্রী। ২০১৪ সালটা আলোচনায় ছিলেন অল্প সময়ে সর্বাধিক সংখ্যক সিনেমায় চুক্তিবদ্ধ ও অভিনয় করেন। এ তারকার রুপালি পর্দায় অভিষেক হয় ২০১৫তে। আর ক্যারিয়ারের শুরুর বছরেই সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাওয়া তারকাদের তালিকার শীর্ষ স্থানটি দখল করেন এ অভিনেত্রী। সেই ধারবাহিকতায় ২০১৬ সালটিও তার দারুণ কাটবে বলে ধারণা করা যায়।