বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বই উত্সব, সেখানে প্রকৃতির মাঝে আগাম এসেছে ফাগুনের আমেজ। পাঠকের সঙ্গে বইয়ের মহামিলনের এ বইমেলা শাড়ি পরা নারীদের ভিড়ে রঙের আবির এনেছে প্রতিবছরের মতোই। বইমেলায় শাড়িই কেন নারীর প্রথাগত পোশাক হয়ে দাঁড়িয়েছে?
উত্সবের আয়োজন পেলেই নারীরা শাড়ি পরতে পছন্দ করেন। বিশেষ দিন, দিবস বা অনুষ্ঠান-উপলক্ষ পেলেই বাঙালি নারী শাড়ি পরবেন। চলছে ভাষার মাস। বইমেলা তো একটি— আবার এই সময়েই আছে অনেকগুলো উপলক্ষ। আসছে বসন্তবরণের প্রস্তুতি। তারপর ভালোবাসার একটি দিন যেখানে লাল শাড়ি। তারপর একুশে ফেব্রুয়ারি। আর বইমেলায় গেলেই বইয়ের মলাটের মতোই নিজেদের জড়িয়ে রাখতে ইচ্ছে করে শাড়িতে।