ঢাকাই সিনেমাতে প্রায় ২০ বছরের পথ পাড়ি দিতে চলেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমাতে শিশুশিল্প হিসেবে ঢালিউডে তার ক্যারিয়ার শুরু হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন প্রয়াত জনপ্রিয় অভিনেতা মান্না।
এরপর বেশকিছু সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করে প্রশংসা কুড়ান দীঘি। বর্তমানে নায়িকা হিসেবেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, দর্শকের ভালোবাসাও পেয়েছেন।
তবে অভিনেত্রীকে তার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়। এ নিয়ে অভিনত্রেী জানালেন, এসব সমালোচনায় কখনো কান দেন না তিনি।