দিনের বেশিরভাগ সময়টা যেখানে কাটাতে হয়, সেই জায়গাটা সুন্দর করে রাখতেই হবে
অফিস ডেস্কে একটা কলমদানি, নোটবুক আর পানির বোতল রাখার ট্রেন্ড নেই। তরুণ প্রজন্ম কাজের পাশাপাশি অফিস ডেস্ক সাজানোর দিকে ঝুঁকছে। মনোবিদরাও বলছে, কাজের জায়গা সুন্দর করে সাজিয়ে রাখলে প্রোডাক্টিভিটি বাড়ে। পাশাপাশি মনও ভালো থাকে। তা ছাড়া দিনের বেশিরভাগ সময়টা যেখানে কাটাতে হয়, সেই জায়গাটা সুন্দর করে রাখতেই হবে। তাই কী ভাবে অফিস ডেস্ক সাজাবেন, রইল টিপস।
পরিষ্কার-পরিচ্ছন্ন
বাড়িতে পড়ার টেবিল হোক বা অফিস ডেস্ক, কাজের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলো প্রথম কাজ। কাগজপত্র গুছিয়ে রাখুন। অফিস ডেস্ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে কাজ করার এনার্জি বাড়বে। প্রতি দিন কাজ শুরু আগে টেবিলটা মুছে নিন। কাজ শেষ করে জিনিসপত্র গুছিয়ে তার পর অফিস থেকে বেরোন।
ইন্ডোর প্ল্যান্ট
অফিসের ডেস্কে ইন্ডোর প্ল্যান্ট রাখতে পারেন। ছোট্ট টবে মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা জিজি প্ল্যান্টের মতো গাছ রাখতে পারেন। এতে অফিসের ডেস্ক সবুজ দেখাবে। তা ছাড়া এই ধরনের গাছ ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি বাতাসকেও পরিশুদ্ধ করে। গাছ না রাখলেও ফুল রাখতে পারেন।
অরগ্যানাইজার
পেন্সিল-পেন, ঘড়ি ও প্রতিদিনের ব্যবহৃত জিনিস অফিস ডেস্কে রাখার জন্য অরগ্যানাইজার ব্যবহার করুন। বাজারে বিভিন্ন ধরনের অরগ্যানাইজার রয়েছে, যা অফিস ডেস্কের জন্য পারফেক্ট। তার মধ্যে একটা বেছে নিতে পারেন। অরগ্যানাইজারে জিনিস রাখলে তা হারিয়ে যাওয়ার ভয় কম।
পোস্টকার্ড
আজকাল অফিস ডেস্কে পছন্দের পোস্টকার্ড, মোটিভেশনাল কোট লেখা কার্ড টাঙিয়ে রাখতে পছন্দ করেন। আপনিও চাইলে রঙিন পোস্টকার্ড, মোটিভেশনাল কোট দিয়ে অফিসের ডেস্ক সাজাতে পারেন। এমন ক্যালেন্ডার রাখুন, যার মধ্যে মোটিভেশনাল কোট লেখা আছে, রঙিন ছবি আঁকা আছে। আবার প্রিয় মানুষ, সহকর্মীর সঙ্গে ছবিও টাঙাতে পারেন ডেস্কে। ফটো ফ্রেমও খুব ট্রেন্ডিং। এই ছোট্ট বিষয়টি কাজ করার এনার্জি বাড়িয়ে দেবে।