হামলার শিকার দিতিকন্যা লামিয়া

0
12

সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া। তার গাড়ি ভাঙচুর এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেন। পরে প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন তিনি। 

এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন লামিয়া। এসময় তিনি বলেন, আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here