ঈদের আনন্দ সকল ফ্যাশন সচেতন নারী, পুরুষ ও শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ‘এথনিক সেরিন’, ‘ফেস্টিভ স্পট লাইট’ ও ‘স্মার্টওয়ার’ সংগ্রহ নিয়ে এসেছে সেইলর।
‘এথনিক সেরিন’য়ে এসেছে পুরুষের পাঞ্জাবি, কাবলি, পাঞ্জাবি স্যুট। নারীদের জন্য সালোয়ার স্যুট, টু পিস ও কুর্তি- জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সমসাময়িক আবহাওয়াকে প্রাধান্য দিয়ে আরামের জন্য পুরুষদের পাঞ্জাবিতে সুনিপুণ নকশার প্রিমিয়াম জ্যাকার্ড, লুম জ্যাকার্ড, গ্রিড লাক্সারিয়াস, গ্রেস মোডাল, ব্লেন্ড ব্লিস, ব্রিজ কটন লিনেনের মতো নানান প্রিমিয়াম কাপড় বেছে নেওয়া হয়েছে।
বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি নিখুঁতভাবে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে চলতি সকল মোটিফে ঈদের সংগ্রহ সাজিয়েছে তারা।
অনুষ্ঠান ও আড্ডায় স্বতন্ত্র উপস্থিতির জন্য উপযোগী আভিজাত্যপূর্ণ পোশাকের সমারোহ আছে ‘সেইলর ঈদ ফেস্টিভ স্পটলাইট কালেকশন’য়ে।

নারীদের পোশাকেও ব্লেন্ডেড গ্লো, শিফন, লাক্সারিয়াস কটন-সহ সবচেয়ে আরামদায়ক কাপড় প্রাধান্য দিয়েছে।
এর মধ্যে পুরুষদের পাঞ্জাবি স্যুট, প্যাটার্ন ভেরিয়েশনের কুর্তা, প্রিমিয়াম কুর্তা স্যুট। নারীদের জন্য গাউন, কুর্তি স্যুট, সালোয়ার স্যুট-সহ বিভিন্ন ধর্মী আভিজাত্যময় ‘পার্টিওয়্যার’ উল্লেখযোগ্য।
পরিবারের সব সদস্যের জন্য সেইলরে প্রতিবারের মতো থাকছে ফ্যামিলি কালেকশন, কাপল কালেকশন, বাবা-ছেলে কালেকশন এবং মা-মেয়ে কালেকশন।

ঈদ স্মার্ট ওয়্যারে ছেলেদের স্লিম/লুজ ফিট ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, ডেনিম-সহ নানান রমকের প্যান্ট এবং মেয়েদের টপস, কুর্তি, কাফতান ইত্যাদি।
ব্র্যান্ডটির ঈদের সকল সংগ্রহ পাওয়া যাচ্ছে দেশব্যাপী সেইলরের সকল বিক্রয়কেন্দ্র ও অনলাইনে।