ঋতু পরিক্রমায় বাংলা বর্ষপঞ্জি অনুসারে কার্তিক-অগ্রহায়ণ মাস হিসেবে বর্তমানে হেমন্তকাল হলেও শিল্পী সুবর্ণা রহমান তাঁর নতুন নিবেদনে শরৎ প্রকৃতিতে প্রিয়জনকে নিয়ে ইচ্ছে ফড়িং হয়ে ডানা মেলার আকুতি প্রকাশ করেছেন। গানটি রিলিজ শরৎকালে না হলেও বৈশ্বিক উষ্ণতার কারণে এখনো বাংলার প্রকৃতিতে শরতের আবহ রয়েছে। আর সেজন্যই শিল্পীর গানে শরৎ প্রকৃতির অনুভূতি যুক্তিযুক্ত বলাই যায়।
আদিত্য অরুন : বাংলার ঋতু পরিক্রমায় সবচেয়ে মোহনীয় ঋতু শরৎ। শরতের জ্যোৎস্নার মোহিত রূপ নিজ চোখে না দেখলে বোঝা যায় না। শরৎ ঋতুতে অনিন্দ্য সৌন্দর্যে ধরা দেয় প্রকৃতি।
বর্ষার অবসানে রূপময় বাংলার ঋতু পরিক্রমায় স্নিগ্ধতা- কোমলতা নিয়ে আবির্ভূত হয় শরৎকাল। এ সময় মেঘমুক্ত আকাশে শিমুল তুলোর মতো ভেসে চলে সাদা মেঘের খেয়া। আদিগন্ত সবুজের সমারোহ। এ সময় ফোটে গগন শিরীষ, ছাতিম, বকফুল, মিনজিরি, শেফালি, শিউলি, কলিয়েন্ড্রা, কাশফুল ইত্যাদি। দূর্বা ঘাস ভিজে যায় হালকা শিশিরে।
সেদিনের মতো যদি আজও
কথা হয় শারদ রাতে
ইচ্ছে ফড়িং মেলবে ডানা
তোমার সূর্য্যপ্রাতে।
ঋতু পরিক্রমায় বাংলা বর্ষপঞ্জি অনুসারে কার্তিক-অগ্রহায়ণ মাস হিসেবে বর্তমানে হেমন্তকাল হলেও শিল্পী সুবর্ণা রহমান তাঁর নতুন নিবেদনে শরৎ প্রকৃতিতে প্রিয়জনকে নিয়ে ইচ্ছে ফড়িং হয়ে ডানা মেলার আকুতি প্রকাশ করেছেন। গানটি রিলিজ শরৎকালে না হলেও বৈশ্বিক উষ্ণতার কারণে এখনো বাংলার প্রকৃতিতে শরতের আবহ রয়েছে। আর সেজন্যই শিল্পীর গানে শরৎ প্রকৃতির অনুভূতি যুক্তিযুক্ত বলাই যায়।
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সুবর্ণা রহমানের নতুন মিউজিক ভিডিও ইচ্ছে ফড়িং গত ৩ নভেম্বর মুক্তি পেয়েছে। তরঙ্গ ক্রিয়েশনের ব্যানারে মুক্তিপ্রাপ্ত ইচ্ছে ফড়িং গানটি রচনা করেছেন কবি শাশ্বত টিটো। সুর এবং সঙ্গীত আয়োজনে সজীব দাস। মিউজিক ভিডিও নির্মাণে ই-মিউজিক। নির্দেশনায় ইয়ামিন ইলান। এডিটিং করেছেণ শুভ্র। পোস্টার ডিজাইন ও প্রোমো করেছেন অনিমেষ শর্মা।
মিউজিক ভিডিওটি চিত্রায়নে শরৎকালের আবহ ফুটে উঠেছে। মিউজিক, শিল্পীর গায়কী এবং চিত্রায়ন অত্যন্ত নান্দনিক। মিউজিক ভিডিওটি প্রকাশ উপলক্ষে শিল্পী সুবর্ণা রহমান বলেন, গানটি আমার অত্যন্ত ভালো লাগার একটি গান। গানের কথাগুলো যেমন ভালো লেগেছে তেমনি সজীব দাস খুব সুন্দর সুর করেছেন। সেই সাথে গানের সঙ্গীতায়োজনও হৃদয়গ্রাহী হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।