আধুনিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে একটি সংগঠনের ভূমিকা অপরিসীম। আবহমানকাল ধরে বাংলার বৌদ্ধ কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, জাতিসত্ত্বা রক্ষার পাশাপাশি সামাজিক সুরক্ষায় যোগ্য নেতৃত্ব ও সমৃদ্ধ প্রজন্ম তৈরিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুবিদিত সুপ্রাচীন বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ঈর্ষণীয় ভূমিকা রেখে চলেছে।
নিজস্ব প্রতিবেদক: গতকাল (১৪ মার্চ) শুক্রবার সকাল ১০টায় পটিয়া সদরের নিকটে করল বিশুদ্ধানন্দ সর্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত বাবৌকৃপ্র সংঘ পটিয়া উপজেলা শাখার অভিষেক, গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। সংঘের পটিয়া শাখার নব নির্বাচিত সভাপতি ভদন্ত সংঘপাল ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য ২৯তম সংঘনায়ক অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক ড. বনশ্রী মহাথেরো। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি, ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাবৌকৃপ্র সংঘ পটিয়া শাখার প্রধান উপদেষ্টা লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন পটিয়া উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া। প্রধান আলোচক ও আলোচক ছিলেন যথাক্রমে বাবৌকৃপ্র সংঘ কেন্দ্রিয় কমিটির অর্থ সচিব প্রীতিশ রঞ্জন বড়ুয়া ও চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌ. পরিতোষ কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সংঘের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শিক্ষক সমীরণ কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মানস কুমার বড়ুয়া, বাবৌকৃপ্র সংঘ যুব এর সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, বাবৌকৃপ্র সংঘ মহিলা শাখার সভাপতি লায়ন কেমি বড়ুয়া মুক্তা ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা নেভী বড়ুয়া।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন শাকপুরা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা সাধক ডালিম বড়ুয়া, জীবন-শিখা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন সোহেল বড়ুয়া। এছাড়াও সংঘের পটিয়া শাখার প্রাক্তন কৃতি নেতৃত্বের মধ্যে অধ্যাপক শিশির বড়ুয়া (প্রথম সভাপতি), শিক্ষক তরণী সেন বড়ুয়া (প্রথম সাধারণ সম্পাদক, মরনোত্তর), দোর্দন্ড প্রতাপ বড়ুয়া (সাবেক সাধারণ সম্পাদক, মরনোত্তর), অমল কান্তি বড়ুয়া চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, মরনোত্তর), সুহৃদ কান্তি বড়ুয়া চৌধুরী (সাবেক সভাপতি, মরনোত্তর), লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী (সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা) ও শিক্ষক দুলাল বড়ুয়া (সাবেক সাধারণ সম্পাদক, মরনোত্তর)-কে সংবর্ধনা প্রদান করা হয়। মরনোত্তর সম্মাননা প্রাপ্তজনদের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন শ্যামল চৌধুরী, অজিতেশ চৌধুরী, উজ্জ্বল বড়ুয়া রাজু, কমল জ্যোতি বড়ুয়া পুলু ও বনরূপ বড়ুয়া।

সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন সংঘের বান্দরবান অঞ্চলের সভাপতি মনিভূষণ বড়ুয়া, রাউজান উপজেলা শাখার সভাপতি ভদন্ত পরমানন্দ মহাথেরো, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি ভদন্ত বিপর্ষী মহাথেরো, সাধারণ সম্পাদক প্রাণতোষ বড়ুয়া। শুক্লা বড়ুয়া টিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য কিশোর বড়ুয়া, অনুষ্ঠান উদ্যাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সত্যানন্দ বড়ুয়া, সদস্য সচিব অনিমেষ বড়ুয়া।
ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাহী সদস্য নিপুন কান্তি বড়ুয়া এবং উপস্থিত অতিথিবৃন্দ ‘তীর্থ’ নামীয় অভিষেক স্মারকের মোড়ক উন্মোচন করেন। পরে পটিয়া উপজেলা শাখার নব নির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সভাপতি (কেন্দ্রিয়) ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো। সবশেষে পটিয়া উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।