তাহসান ও মাশার কণ্ঠে নিশো-তমার ‘একটুখানি মন’

0
11

“একটা অস্থির সময় যাচ্ছে। তাই লেখার সময় শব্দ–বাক্যে স্নিগ্ধতা রাখতে চেয়েছি। গানটির মধ্যে একটা সম্মোহন শক্তি রয়েছে বলে আমার মনে হয়েছে। আশা করছি গানটি শ্রোতা–দর্শকদের ভালো লাগছে।”

আফরান নিশো ও তমা মির্জা জুটির আসন্ন ঈদের সিনেমা ‘দাগির’ প্রথম গান ’একটুখানি মন’ প্রকাশ্যে এসেছে। সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। গানটি লিখেছেন সাদাত হোসাইন।

গানের ভিডিও চিত্রে নিশান ও জেরিনের প্রেমের গল্প উঠে এসেছে। যেখানে নিশান ও জেরিন হয়েছেন নিশো ও তমা।

লেখক সাদাত হোসাইন এর আগেও শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় গান লিখেছেন। সাদাত হোসাইন বলেছেন, তিনি কখনই গান লেখার চেষ্টা করেন না, লেখেন কবিতা। পরে সেটি শ্রোতাদের সামনে আসে গান হয়ে।

হোসাইন বলেন, “একটা অস্থির সময় যাচ্ছে। তাই লেখার সময় শব্দ–বাক্যে স্নিগ্ধতা রাখতে চেয়েছি। গানটির মধ্যে একটা সম্মোহন শক্তি রয়েছে বলে আমার মনে হয়েছে। আশা করছি গানটি শ্রোতা–দর্শকদের ভালো লাগছে।”

তাছাড়া ঈদের সিনেমার গান বলে তার আগ্রহও কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।

“চেষ্টা করেছি সেরাটা দিয়ে কাজটি করার।”

এই গানের মাধ্যমে ১০ বছর পর সিনেমায় আবার এক হলেন নির্মাতা শিহাব শাহীন ও সুরকার সাজিদ সরকার।

গান তৈরির গল্প জানিয়ে সাজিদ সরকার বলেন, “আমরা একটা সুন্দর রোমান্টিক গান করতে চেয়েছি। সাদাত হোসাইন দারুণ লিখেছেন। শব্দের নিজস্ব একটা অনুভূতি আছে। সেটাকে শ্রোতাদের কাছে আরও প্রাণবন্ত করে তোলাটাই ছিল আমার কাজ।”

এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজনায় এই সিনেমায় আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।

মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প বলা হবে দাগি সিনেমায়, এ ধরনের গল্প দেশের দর্শক আগে দেখেনি বলে জানিয়েছেন নির্মাতা শাহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here