ভারতে ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জিতলেন জয়া

0
8

দেশের গণ্ডি পেরিয়ে তিনি কাজ করেছেন বলিউডেও। টলিউডকেও নিজের জায়গায় পরিণত করেছেন। সেখানে তার স্বীকৃতিও মিলেছে বেশ। এবার ভারতের ফিল্মফেয়ার পুরস্কারও পেলেন অভিনেত্রী জয়া আহসান। এর আগে অভিনয়ের জন্য একাধিক ফিল্মফেয়ার জিতেছেন তিনি

সোমবার (১৭ মার্চ) কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হয় ‘‘ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’’। ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেক তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন জয়া আহসান।

এদিন ‘‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’’ পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

প্রথমবারের মতো কলকাতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই এই অ্যাওয়ার্ড পেলেন তিনি।

পুরস্কার পাওয়ার পর  সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি তিনি নিজেই জানিয়েছেন।

পুরস্কার হাতে অনেকগুলো ছবি পোস্ট করেছেন জয়া। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here