হানিফ সংকেতের ‘ঘরের কথা ঘরেই থাক’

0
9

হানিফ সংকেতের এবারের ঈদের নাটকের নাম ‘ঘরের কথা ঘরেই থাক’। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। নাটকটি ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here