বাঙালি কণ্ঠশিল্পী লাবণী বড়ুয়ার একক সঙ্গীতানুষ্ঠান লন্ডনে

0
28

বিশ্ব সংস্কৃতি ডেস্ক: ইস্ট-লন্ডনের রিচমিক্সে জনপ্রিয় বাঙালি কন্ঠশিল্পী লাবণী বড়ুয়া গাইবেন ‘লাবনি বড়ুয়া আনবাউন্ডেড’ শিরোনামে এক বিশেষ একক সঙ্গীতায়োজনে রবিবার ৬ এপ্রিল সন্ধ্যা পৌনে ৫টায়। রাঙতা আর্টসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে লাবনীর সঙ্গে কীবোর্ড সঙ্গত করবেন সুনীল যাদব,তবলায় পিয়াস বড়ুয়া, অক্টোপ্যাডে রিজান আহমেদ,কন্ঠ এবং বান্দুরা সহযোগিতায় থাকছেন ইউক্রেনের প্রখ্যাত সঙ্গীতশিল্পী একা কাটেরিনা। উপস্থাপনায় থাকছেন মেধাবী আবৃত্তিশিল্পী ও কবি তানজিনা নূর-ই সিদ্দিকী।

দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরক লাবণী ইতিমধ্যেই বৃটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে বাঙালি দর্শকদের দৃষ্টি কেড়েছেন তার মঞ্চমাতানো সব অপূর্ব উপস্থাপনা দিয়ে।শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ থাকলেও লাবনী মূলত পরিবেশন করেন বলিউড, বাংলা উপশাস্ত্রীয় ফোক এবং আধুনিক গান।

নতুন এইআয়োজনে উপরোক্ত বর্গের পাশাপাশি ইউক্রেনিয়ান ভোকাল সঙ্গীত এবং ইউক্রেনের জাতীয় বাদ্যযন্ত্র বান্দুরার সঙ্গে কিছু নিরীক্ষামূলক পরিবেশনাও অন্তর্ভুক্ত থাকবে বলে রিচমিক্স সূত্র থেকে জানানো হয়েছে। এটি হবে এক সত্যিকার যাদুময় সুরেলা সন্ধ্যা” জানান রিচমিক্সের অনুষ্ঠান-সমন্বয়ক সেয়ী জোসেফ।

লাবণী গাইবেন তার অ্যালবামের নতুন গানের পাশাপাশি বলিউড ও বাংলা উপশাস্ত্রীয়, আধুনিক ও ফোক থেকে এক ডজনেরও বেশি জনপ্রিয় গান। পাশাপাশি বিশ্বসঙ্গীত নিয়ে তার ব্যক্তিগত শিল্প-নিরীক্ষার অংশ হিসাবে এবার থাকছে ইউক্রেনিয়ান সঙ্গীত ও বান্দুরার সঙ্গে কিছু অভূতপূর্ব উপস্থাপনাও।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here