ভার্চুয়াল আলোচনা : প্রত্যাশা পূরণে বৌদ্ধ প্রকাশনা
সমাজ সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘অমিতাভ’ এর আয়োজনে ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হয় ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন এর ২য় আবর্তন-এ ভার্চুয়াল আলোচনার বিষয় ছিল ‘প্রত্যাশা পূরণে বৌদ্ধ প্রকাশনা’।
গত ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার রাত ৮টায় উক্ত ভার্চুয়াল আলোচনা অমিতাভ সম্পাদক ও প্রকাশক শ্যামল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সরাসরি যুক্ত হোন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক, সমাজচিন্তক ও সংস্কৃতিসেবী সমীর কান্তি বড়ুয়া, ঢাবি পালি এন্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. দিলীপ বড়ুয়া ও লতিফা-সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ, সাহিত্যিক-গবেষক শিমুল বড়ুয়া।
অনলাইনে যুক্ত হয়ে সংগীত পরিবেশন করেন শিল্পী জয়া বড়ুয়া, সুস্মিতা তালকুদার মীম ও শিল্পী আপন বড়ুয়া অমি। অনুষ্ঠানটি একটানা ৩ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত চলে এবং এ সময় অনেক দর্শক কমেন্ট বক্সে লিখে আবেগ অনুভূতির কথা প্রকাশ করেন।